
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ভোলাগঞ্জ সাদা পাথর’ এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে দুদক টিম দেখতে পায়, স্থানীয় প্রশাসনের অবহেলা এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের যোগসাজশেই এই প্রাকৃতিক সম্পদ লুটপাট করা হচ্ছে।
অভিযানের সময় দুদক টিম সরেজমিনে পরিদর্শন করে দেখে যে, পাথর সম্পদ রক্ষার জন্য স্থানীয় প্রশাসন বিভিন্ন ব্যবস্থা চালু রেখেছে, নদীর তীরে বিজিবি ক্যাম্পও রয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রমও পরিচালিত হয়। তা সত্ত্বেও, গত প্রায় এক বছরে স্থানীয় প্রশাসনের চোখের সামনেই কয়েক শত কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে সরিয়ে নেওয়া হয়েছে।
দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অবহেলার কারণেই এই পাথর চুরি হয়েছে। টিম আরও জানতে পারে, অবৈধভাবে তোলা পাথরগুলো স্থানীয় স্টোন ক্রাশার মেশিনে ভেঙে ফেলা হয়েছে, যাতে এর কোনো প্রমাণ না থাকে।
অভিযান থেকে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে দুদক টিম প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।