মালয়েশিয়ার শীর্ষ শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার শীর্ষ শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

কুয়ালালামপুর, ১৩ আগস্ট, ২০২৫: বাংলাদেশের সাশ্রয়ী আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার কুয়ালালামপুরে বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রি চেহ-কে বাংলাদেশে সাশ্রয়ী আবাসন খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি থাকা হাজার হাজার কারখানার শ্রমিকের জন্য আবাসনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

তিনি বলেন, “এখনই বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময়।” তিনি তার সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে জানান যে, সরকার একটি আরও ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির জন্য কাজ করছে।

আবাসন, স্বাস্থ্যসেবা ও বন্দর খাতে বিনিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দ্রুত নগরায়নের কারণে আবাসন ও নির্মাণ খাতে বড় ধরনের বিনিয়োগ জরুরি। বিশেষ করে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন বন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠায় এই চাহিদা আরও বেড়েছে। তিনি সানওয়ে গ্রুপকে বাংলাদেশে হাসপাতাল স্থাপনের জন্যও উৎসাহিত করেন।

জেফ্রি চেহ জানান, তার কোম্পানি বাংলাদেশে ব্যবসার সুযোগ “নিশ্চিতভাবে” খুঁজে দেখবে। তিনি সানওয়ে’র নির্মাণ ও আবাসন বিভাগে কর্মরত হাজার হাজার বাংলাদেশি শ্রমিকের প্রশংসা করেন এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষকে তাদের অনুমোদিত অবস্থান ছয় বছরের বেশি বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

অন্যান্য শিল্পপতির আগ্রহ

আরেকটি পৃথক বৈঠকে, মালয়েশিয়ার অন্যতম ধনকুবের সৈয়দ মোখতার আল-বুখারি, যিনি প্রোটন ও অবকাঠামো জায়ান্ট এমএমসি কর্পোরেশনের স্বত্বাধিকারী, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, এটি কেবল মুনাফার জন্য নয়, বরং এটি একটি ভালো কাজ হিসেবেই তারা করতে চান। তিনি নদী উন্নয়ন এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেন।

বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সৌরশক্তি ও কৃষি প্রক্রিয়াকরণ-কে অগ্রাধিকার বিনিয়োগ খাত হিসেবে উল্লেখ করেন। সৈয়দ মোখতারও বাংলাদেশের সৌরশক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন। বৈঠকের শেষে, সৈয়দ মোখতার অধ্যাপক ইউনূসকে ১৮ শতকের ভারতীয় শাসক টিপু সুলতানের ওপর লেখা একটি বই উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *