সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন।

আব্দুর রহমান সাদিপ:

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন।


চাঁদপুরের শাহরাস্তিতে সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কমপ্লেক্সের সামনে শাহরাস্তি প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা দেশের চতুর্থ স্তম্ভ এবং একটি মহান পেশা। স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা যেকোনো সরকার সাংবাদিকদের উপর দমন-পীড়ন চালিয়েছে। বিরোধী দলে থাকাকালে সাংবাদিকদের মর্যাদা দিলেও ক্ষমতায় এসেই তাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না বলে তারা সতর্ক করেন।

সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ১ থেকে ৫ বছরের কারাদণ্ডের প্রস্তাবের বিরোধিতা করে বক্তারা যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানান। তারা ফ্যাসিবাদী শাসনামলের আলোচিত সাগর-রুনি হত্যা মামলা ও গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাসহ অতীতে সংঘটিত সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন। এসময় সহ-সভাপতি স্বজল পাল, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *