
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে দিল্লি পুলিশ আটক করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় দিল্লির পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত মিছিল করার সময় তাঁদের আটক করা হয়।
মিছিলটি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের, যা বিহারের ভোটার তালিকা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে প্রতিবাদের জন্য আয়োজন করা হয়েছিল। মিছিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ারসহ জোটের অন্যান্য নেতারা এবং বিরোধী এমপিরাও অংশগ্রহণ করেন।
দিল্লি পুলিশ জানায়, মিছিলে আনুষ্ঠানিক অনুমতি ছিল না। তাই বেলা পৌনে একটার দিকে পুলিশ তাদের আটক করে।
বিহার রাজ্যে ভোটার তালিকা ও ভোটারের যোগ্যতা বিষয়ে নির্বাচন কমিশনের নতুন শর্ত নিয়ে কংগ্রেস ও জোটের কঠোর আপত্তি রয়েছে। নির্বাচনে ভোটের জন্য আধার কার্ড ও ভোটার কার্ডের পরিবর্তে ১১ ধরনের প্রমাণপত্রের যেকোনো একটি প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জন্ম সনদ, পাসপোর্ট, বন অধিকার সনদ ও সরকারি শিক্ষা সনদ।