গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাইমচর প্রেসক্লাবের মানববন্ধন

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাইমচর প্রেসক্লাবের মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানিসহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে হাইমচর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট ২০২৫ সোমবার সকাল ১০ টায় হাইমচর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবর, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, আবুল কালাম আজাদ, গণমাধ্যমকর্মী  বিল্লাল পাটওয়ারী প্রমূখ।

বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতন-নিপীড়ন, অবিচার, জুলুম, খুন, গুম হত্যা দিন দিন বেড়েই চলছে। দোষীদের গ্রেফতার করা হলেও উপযুক্ত বিচার কার্যকর না করায় সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে।

তারা বলেন, প্রায় সময়ই আমরা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের বিভিন্ন চিত্র দেখতে পাই। যদি এভাবেই সাংবাদিকদের উপর নির্যাতন চলতে থাকে তবে একসময় সাংবাদিকদের কলম বন্ধ হয়ে যাবে। তখন এদেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও অনিয়ম বেড়ে যাবে। তাই দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি আইন হওয়া জরুরি।

তারা আরও বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একদিন যে আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চলবে না, তার গ্যারান্টি কোথায়। সাংবাদিক আসাদুজ্জামান হত্যায় দোষীদের দ্রুত বিচার কার্যকর করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সবুজ হোসাইন সহ হাইমচর প্রেসক্লাবের বিভিন্ন স্তরের সদস্য হাইমচর উপজেলা মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *