
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় দুদকের তিন বাদীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
সাক্ষ্যগ্রহণ সোমবার (১১ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হয়। সাক্ষীদের মধ্যে ছিলেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। আসামিদের পক্ষে কোন আইনজীবী না থাকায় তাদের জেরা করা হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২৬ আগস্ট।
গত ৩১ জুলাই এই মামলায় চার্জ গঠন করা হয় এবং আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় মোট ১২ থেকে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুদক জানায়, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয় এবং সম্প্রতি সবগুলোর অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।