জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছে : দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছে : দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮০তম গণশুনানি। মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, “একটি দেশের প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। এর মূল কারণ দুর্নীতি।” তিনি আরও বলেন, “এখন জনগণ সচেতন হয়েছে, জাগতে শিখেছে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারছে।” একই সঙ্গে তিনি কর্মকর্তাদের মানবিক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) জানান, এই গণশুনানি দুর্নীতি প্রতিরোধ ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার অংশ। তিনি সরকারি দপ্তরগুলোতে সততা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা প্রাপ্তিতে ভোগান্তি বা হয়রানির শিকার নাগরিকেরা তাদের অভিযোগ সরাসরি কমিশনের সামনে তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে ৭৯টি অভিযোগের মধ্যে দুদকের আওতাভুক্ত ৬৭টির শুনানি হয়। এর মধ্যে ২টি অভিযোগ অনুসন্ধানে নেওয়া হয় এবং বাকিগুলো প্রতিবেদনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

গণশুনানির প্রচারের জন্য সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ ও অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *