ডাকসু ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নাম, বিতর্ক বাড়ল

ডাকসু ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নাম, বিতর্ক বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ১১৭ জন ছাত্রলীগ নেতার নাম রয়েছে। গত বছরের ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাতজন এবং মামলার ২৭ আসামিও তালিকায় রয়েছেন, যাদের মধ্যে দুইজন কারাগারে।

ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা আজ (সোমবার) বিকেল ৪টায় প্রকাশের কথা। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, খসড়া তালিকা যাচাই-বাছাই করে অবাঞ্ছিতদের নাম বাদ দেওয়া হবে।

গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২৮ জনকে বহিষ্কার করে। তবে বহিষ্কৃতদের মধ্যে অনেকের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে। হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলাও করা হয়েছে। তালিকায় থাকা অনেক নেতার বিরুদ্ধে মামলাও চলমান এবং কিছু কারাগারে রয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, খসড়া ভোটার তালিকা অসম্পূর্ণ এবং এতে হামলার ঘটনায় জড়িত অনেকেই রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং অবাঞ্ছিতদের নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *