রাজশাহীতে বিএনপির অনুষ্ঠানে গান গাইলেন সাবেক প্রতিমন্ত্রী পলকের ভগ্নিপতি

রাজশাহীতে বিএনপির অনুষ্ঠানে গান গাইলেন সাবেক প্রতিমন্ত্রী পলকের ভগ্নিপতি

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চে গান গেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি, কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তার গান পরিবেশনের বিষয়টি নিয়ে নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করছেন।

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে গৌরব গান পরিবেশন করেন। সর্বশেষ গত রোববার (১০ আগস্ট) নগর বিএনপির সম্মেলনের মঞ্চেও তাকে গান গাইতে দেখা গেছে।

গৌরবের বাড়ি রাজশাহীতে, আর শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। স্থানীয় সূত্র জানায়, গৌরবের স্ত্রী সাবেক প্রতিমন্ত্রী পলকের ফুফাতো বোন। পলক তার মন্ত্রীত্বকালে গৌরবকে চাকরিও দিয়েছিলেন।

গৌরবের সামাজিক যোগাযোগমাধ্যমে পলকের সঙ্গে একাধিক ছবি, আওয়ামী লীগের প্রচারণা পোস্টার এবং নৌকা মার্কায় ভোট চাওয়ার পোস্ট পাওয়া গেছে। এমনকি পলক তার মিউজিক ভিডিও শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন।

রাজশাহী বিএনপির অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন, গৌরব ও তার পরিবার আওয়ামীপন্থি হওয়া সত্ত্বেও তাকে বিএনপির মঞ্চে দেখা বিস্ময়কর এবং অস্বস্তিকর। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হয়েছে।

গৌরবের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *