
গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে ইচ্ছাকৃত হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ। বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরা।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই অভিযানের দায়িত্ব স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে আলজাজিরা ও মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছে।
হামলায় আরও নিহত হয়েছেন ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নৌফাল।