হারানো অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

হারানো অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

হারানো অস্ত্র উদ্ধারকারীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, “আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধারের উদ্যোগ নিয়েছি। পুরস্কারের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ শিগগিরই জানানো হবে। যে ব্যক্তি অস্ত্রের সন্ধান দিতে পারবে, সে পুরস্কার পাবে।”

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি, ধৈর্য হারাচ্ছি। আগে সমাজে অপরাধ ঘটলে মানুষ প্রতিহত করত, কিন্তু এখন সবাই শুধু ভিডিও করে। অপরাধ প্রতিহত করা আমাদের ইমানী দায়িত্ব।” তিনি জানান, এ ঘটনায় জড়িত অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে নিহত তুহিনের জীবন ফেরানো সম্ভব নয়।

শেরপুরের এক ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একজনের নানিকে হত্যা করা হচ্ছে, অথচ নাতি দাঁড়িয়ে ভিডিও করছে—ইউটিউবের জন্য আয় করবে বলে। এটা সমাজের বড় অবক্ষয়।”

এ সময় তিনি জানান, সম্প্রতি ১,১০০ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের নির্মাতাদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *