
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা-সমালোচনা এবার নতুন মোড় নিতে পারে। দেশের হোম অব ক্রিকেট হিসেবে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট সাধারণত মন্থর ও নিচু বাউন্সের জন্য পরিচিত, যা জাতীয় দলের খেলোয়াড়দের পছন্দ নয়।
বিসিবি সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, ভবিষ্যতে মিরপুরের ঐতিহ্যগত উইকেটে খেলবে না বাংলাদেশ দল। ২০১০ সালে দুই বছরের জন্য কিউরেটর হিসেবে নিযুক্ত হওয়া গামিনি সিলভার মেয়াদ সাত দফা বাড়ানো হলেও, সম্প্রতি তাঁর সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন হলেও দীর্ঘদিন আর কাজ করবেন না তিনি।
বিসিবি পিচ ও টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন টনি হেমিং। ফাহিম বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট দেখে জাতীয় দলের প্রধান কোচ হতাশ হয়েছিলেন। তাই আগামীতে বাংলাদেশ মিরপুরের বদলে সিলেটে খেলার পরিকল্পনা করছে, যেখানে খেলোয়াড়রা ভালো উইকেটে খেলার সুযোগ পাবে।
জাতীয় দলের ওপেনাররাও ভালো উইকেট পছন্দ করেন যা বল ব্যাটে ভালো প্রতিক্রিয়া দেয় এবং বাউন্সও থাকে। অধিনায়ক লিটন দাসও সিরিজ শুরুর আগেই ভালো উইকেট চেয়েছিলেন। ফাহিম আশা প্রকাশ করেন, এই পরিবর্তন জাতীয় দলের মানসিকতা বদলে দেবে এবং দেশের ক্রিকেটের উন্নতি হবে।
এখন সময় এসেছে নতুন ধরনের উইকেটের মাধ্যমে দেশের ক্রিকেটকে উন্নত করার, যেখানে খেলোয়াড়দের সুবিধা ও দর্শকদের জন্য আরও উত্তেজনাপূর্ণ ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।