সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি জানানোর শেষ দিন আজ

সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি জানানোর শেষ দিন আজ

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে দাবী-আপত্তি জানানোর শেষ সময় আজ রোববার (১০ আগস্ট)। বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের লিখিত আপত্তি, সুপারিশ বা মতামত নির্বাচন কমিশনে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, যারা কোনো আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে আপত্তি বা মতামত জানাতে চান, তাদের পাঁচ কপি দরখাস্ত জমা দিতে হবে। সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার সমতা বজায় রাখতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করে মোট ছয়টি করা হয়, আর বাগেরহাটে আসন সংখ্যা কমিয়ে তিনটি প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।

বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন হয়নি; বাগেরহাট-২ আসনে বাগেরহাট সদর ও কচুয়া, আর বাগেরহাট-৩ আসনে মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলাগুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, গড় ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে কমানো হয়েছে। এছাড়া ৩৯টি আসনে সমন্বয় আনা হয়েছে, যেখানে সমস্যা নেই।

আবেদন জমা দিয়ে আপত্তি জানানো হলে তা বিবেচনা করে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করবে। ইসি আশা করছে, এক মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *