
বরিশালের উজিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শওকত বালী ওরফে শাওন (৫০) নামে একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উজিরপুর থানার ওসি আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে উপজেলার সাতলা বাজার এলাকা থেকে শাওনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ওসি আরও জানান, তারেক রহমানকে নিয়ে কটূক্তি সংক্রান্ত কোনো মামলা না থাকায় শাওনকে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাতলা বাজারের একটি চায়ের দোকানে আলাপচারিতার সময় শাওন তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ সময় উপস্থিত কেউ ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাওনকে আটক করে।