
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর টনি হেমিং হঠাৎ করেই গত বছর দায়িত্ব ছাড়লেও, এবার আবারও ফিরে আসছেন একই ভূমিকায়। বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন, হেমিংয়ের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে এবং তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন।
নতুন করে তিনি শুধু প্রধান কিউরেটরের দায়িত্বই নয়, বরং ‘হেড অব টার্ফ’-এর নতুন ভূমিকাও পালন করবেন। বিসিবির সব কিউরেটরদের আধুনিক কিউরেশন ও মাঠ ব্যবস্থাপনার দীক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে টনি হেমিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল, যা এখন সফলতায় রূপ নিয়েছে।
এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে বিসিবিতে প্রধান কিউরেটর হিসেবে যোগ দিয়েছিলেন হেমিং। তবে চুক্তির মেয়াদ শেষ না করেই ২০২৩ সালের ১০ জুলাই পদত্যাগ করেন তিনি এবং পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রধান কিউরেটর হিসেবে যুক্ত হন।
হেমিংয়ের পেশাগত অভিজ্ঞতাও বিস্তৃত। আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রধান কিউরেটর, ওমান ক্রিকেট একাডেমিতে আইসিসি পিচ কনসালট্যান্ট, পার্থের অপটাস স্টেডিয়ামে এরিনা ম্যানেজার এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে এরিনা ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।
হেমিংয়ের প্রত্যাবর্তনে বিসিবি আশা করছে মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় আধুনিকতার নতুন মাত্রা যোগ হবে।