হবিগঞ্জে হাজতখানায় ছাত্রলীগ নেতার কোলে সন্তান, দুই পুলিশকে প্রত্যাহার

হবিগঞ্জে হাজতখানায় ছাত্রলীগ নেতার কোলে সন্তান, দুই পুলিশকে প্রত্যাহার

হবিগঞ্জ জেলা আদালতের হাজতখানায় শিশুসন্তানকে কোলে নেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে বুধবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। অভিযুক্তরা হলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে হাজিরার জন্য সোমবার কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। ওইদিন তার স্ত্রী সদ্যোজাত সন্তানকে সঙ্গে নিয়ে হাজির হন। সন্তানকে একনজর দেখার অনুরোধ জানালে পুলিশ জাকিরকে শিশুটিকে কোলে নিতে দেয়।

এই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জাকির হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সেই থেকে তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *