
জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণের সময় হামলার শিকার হয়েছেন মাদারীপুর পৌর ছাত্রলীগের সহসভাপতি লিখন মুন্সি ও তার দুই ভাই। আজ দুপুর ১২টার দিকে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের হামলায় তারা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে লিখন মুন্সি, তার ভাই মিলন মুন্সি ও সোহাগ মুন্সি রয়েছেন। গুরুতর আহত অবস্থায় লিখন ও সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিল শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। ডিসি ব্রিজ এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র দিয়ে লিখনের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলা প্রতিরোধে এগিয়ে আসা তার দুই ভাইকেও কুপিয়ে জখম করা হয়।
লিখন মুন্সি শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার আসামি, এবং জামিনে মুক্ত অবস্থায় ছিলেন। তার ভাই সোহাগ মুন্সি অভিযোগ করে বলেন, “আমার দুই ভাই বিএনপির সক্রিয় কর্মী। পূর্ব শত্রুতার জেরে হান্নান ঢালী, বাচ্চু হাওলাদার, মামুন ঢালী, রনি মুন্সি প্রমুখ মিলে এই হামলা চালায়।”
আহতদের পরিবারের দাবি, ২৩ মার্চ মাদারীপুরের বিসিক এলাকায় শাকিল মুন্সি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার জেরেই এ হামলা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “মিছিল চলাকালে পেছনের দিক থেকে হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
হামলার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। ফোনে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া বলেন, “হামলার সঙ্গে বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনের কেউ জড়িত নয়। হামলাকারী ও ভুক্তভোগীরা উভয়েই বহিরাগত। স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরেই এই হামলা হয়েছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বিতর্কিত করতেই এই হামলা চালানো হয়েছে।”
ঘটনার পর শহরে চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।