ইসলামাবাদে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

ইসলামাবাদে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন। সোমবার হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বার্তা পাঠ করা হয় এবং আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার বলেন, “রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীনভাবে গড়ে তুলতে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একযোগে কাজ করতে হবে।”

এ আয়োজনে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং স্থানীয় পাকিস্তানিরাও অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা ছাত্র ও জনতার ভূমিকার কথা স্মরণ করেন এবং দেশের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *