১০ হাজারের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিলেন ১ম দিনেই

১০ হাজারের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিলেন ১ম দিনেই

গত সোমবার থেকে শুরু হওয়া ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন জমা কার্যক্রমের প্রথম দিনেই ১০ হাজার ২০২ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

গত বছর অনলাইনে রিটার্ন জমার প্রথম দিনে ২ হাজার ৩৪৪ জন করদাতা রিটার্ন জমা দিয়েছিলেন। তুলনায় এবারের প্রথম দিনে প্রায় পাঁচ গুণ বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর গত ৩ আগস্ট বিশেষ এক আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার আইনি প্রতিনিধি ব্যতীত দেশের সকল শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ঘোষণা করেছে। এই কার্যক্রমের উদ্বোধন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

যারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যা বা অন্য কোনো কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন না, তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করলে অনুমোদনের ভিত্তিতে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

গত বছর সীমিতভাবে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ার পর প্রায় ১৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন জমা দিতে পারছেন। সঙ্গে সঙ্গে তারা ই-রিটার্ন জমার রসিদ ও আয়কর সনদ প্রিন্টও করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *