অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে কেরানীগঞ্জে ৭ লাখ টাকার গ্যাস সাশ্রয়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে কেরানীগঞ্জে ৭ লাখ টাকার গ্যাস সাশ্রয়

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশে কেরানীগঞ্জ মডেল থানাধীন পাঁচদোনা ও আটি এলাকায় একটি সফল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মেঢাবিবি-২ এর জিনজিরা শাখার আওতায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মনিজা খাতুন।

অভিযানে চারটি নামবিহীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। কারখানাগুলোর মধ্যে তিনটি ছিল ঢালাই কারখানা এবং একটি তার তৈরির কারখানা। প্রতিটি কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল।

অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ সংযোগে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে ৩টি বুস্টার, ১টি বার্নার, ১২০ ফুট জিআই পাইপ (৩/৪ ইঞ্চি) এবং ৩০ ফুট হোস পাইপ।

এই অভিযানের ফলে প্রতি মাসে আনুমানিক ২২,৬১৭ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। যার আর্থিক মূল্য প্রায় ৬,৮৯,৮২৫ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান কেবল অবৈধ ব্যবহার রোধেই নয়, দেশের মূল্যবান জ্বালানি সম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগ ও অপচয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *