দুদকের অভিযানে বেরিয়ে এলো কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের চিত্র

দুদকের অভিযানে বেরিয়ে এলো কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের চিত্র

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা সংক্রান্ত নানা অনিয়ম এবং রোগীদের খাবারে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে ছদ্মবেশে আগত রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। তারা দেখেন, এমবিবিএস চিকিৎসকদের অনুপস্থিতিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এতে রোগীরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নার্স সংকটও পরিলক্ষিত হয়।

খাবার সরবরাহের ক্ষেত্রেও দুর্নীতির প্রমাণ মেলে। তালিকায় থাকা রুই মাছের পরিবর্তে তেলাপিয়া মাছ পরিবেশন করা হয়েছে এবং খাবারের পরিমাণ ছিল উল্লেখযোগ্যভাবে কম।

এনফোর্সমেন্ট টিম প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *