
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) জানিয়েছেন, দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যারা চাকরি পেয়েছেন, তাদের মধ্যে ৯০ হাজার জনের তথ্য সংগ্রহ করছে সরকার। সোমবার (৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।
ফারুক-ই-আজম বলেন, “চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে অনেকেই ভুয়া তথ্য দিয়ে সুবিধা নিয়েছেন। সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় অনেকে আদালতের মাধ্যমে ভুয়া সনদ গ্রহণ করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন, যদিও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সেই কর্তৃত্ব রাখে। তাই এসব অনিয়ম প্রতিরোধে আমরা আপিল বিভাগের নির্দেশনার অপেক্ষায় আছি।”
আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, “রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা উচিত নয়। জেলেও তাদের ডিভিশন সুবিধা থাকা উচিত।”