
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনিয়র জাতীয় ফুটবল দল ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাবে নেপালের কাঠমান্ডুতে। একই সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অংশ নেবে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে। এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সামনে রেখে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এবার আলাদা দুটি উপ-কমিটি গঠন করেছে।
অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে। আর জাতীয় দলের ক্যাম্প আগামী ১৩ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে। দুটি দল নিয়ে কার্যক্রম একসাথে চালানো কঠিন হওয়ায়, জাতীয় দল কমিটির সদস্যদের মধ্য থেকেই দুটি উপ-কমিটি তৈরি করা হয়েছে।
অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে আছেন ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেন। আর জাতীয় দলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমানকে। দুই উপ-কমিটিই সংশ্লিষ্ট দলগুলোর প্রস্তুতি ও পারফরম্যান্স তদারকির দায়িত্ব পালন করবে।
জানা গেছে, গত ২২ জুলাই জাতীয় দল কমিটির বৈঠকে এই উপ-কমিটিগুলো গঠনের সিদ্ধান্ত হয়। তবে সংশ্লিষ্টদের কাছে নির্দেশনাপত্র পৌঁছেছে ৩০ জুলাই তারিখে দেওয়া চিঠির মাধ্যমে। জাতীয় দলের উপ-কমিটির চিঠিতে ১৩ আগস্ট ক্যাম্প শুরুর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দুই কমিটির চিঠিতে তাবিথ আউয়াল ও ইমরুল হাসানের স্বাক্ষর রয়েছে।
অন্যদিকে, বাফুফের ইতিহাসে এই প্রথমবার দুটি আলাদা উপ-কমিটি গঠিত হলো। সাধারণত এক কমিটি থেকেই সব ধরনের ফুটবল কার্যক্রম পরিচালিত হতো। এবার পরিস্থিতি বিবেচনায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় দলের পৃষ্ঠপোষক হিসেবে ইউসিবি ব্যাংক রয়েছে। স্পন্সর সংক্রান্ত দায়িত্ব মূলত বাফুফের মার্কেটিং কমিটির হলেও, নতুন উপ-কমিটিকেও স্পন্সর সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে জাতীয় দল কমিটির সদস্য সংখ্যা ১১ জন, কারণ সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।