মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, গ্রামে নেওয়ার সুযোগ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, গ্রামে নেওয়ার সুযোগ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রায়েরবাজার গণকবরস্থানে দাফন থাকা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। শনিবার (২ আগস্ট) তিনি গণকবর পরিদর্শনের সময় এ তথ্য জানান।

তিনি বলেন, এখানে ১০০’র বেশি শহীদের মরদেহ দাফন করা হয়েছে। তাদের মধ্যে অনেকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ জন্য পরিচয় শনাক্তের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিগগিরই ডিএনএ পরীক্ষার মাধ্যমে কাজ শুরু করা হবে। এর আগে আত্মীয়-স্বজন মরদেহ উত্তোলনের ব্যাপারে রাজি হননি, কিন্তু এখন তারা সম্মত হয়েছেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, পরিচয় শনাক্তের পর পরিবার চাইলে মরদেহ গ্রামে নিয়ে যেতে পারবে। এ প্রক্রিয়া বেশিদিন সময় নেবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

One thought on “মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, গ্রামে নেওয়ার সুযোগ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *