
আগামী রোববার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকার শাহবাগে দুপুর ২টায় সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকভাবে কর্মসূচির পরিকল্পনা থাকলেও সেখানে আগে থেকেই অন্য সংগঠনের কর্মসূচি নির্ধারিত থাকায় সম্মিলিতভাবে শাহবাগকে সমাবেশস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি এতে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশকে সফল করতে ছাত্রদল সারাদেশে ৯০টিরও বেশি সাংগঠনিক ইউনিট গঠন করেছে। এসব ইউনিটের মাধ্যমে জেলা, মহানগর এবং গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রীয় নেতারা দফায় দফায় বৈঠক করে তাদের নির্দেশনা দিচ্ছেন।
বড় সমাবেশে ছাত্রসমাজের শক্তি প্রদর্শনের পরিকল্পনা
ছাত্রদল মনে করছে, একই সময়ে রাজধানীতে আরেকটি সংগঠনের কর্মসূচি থাকায় এটি একটি চ্যালেঞ্জ। তাদের লক্ষ্য থাকবে, দেশের বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে নিজেদের শক্তি, ঐক্য এবং জনসমর্থন প্রদর্শন করা। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, ‘স্বৈরাচারের সময় আমরা আন্দোলনে পরীক্ষিত হয়েছি। এবার গণতন্ত্রের বাতাসে আরও দৃঢ়ভাবে সক্রিয় হবো।’
তারেক রহমানের বার্তা ও শিক্ষাখাতে দিকনির্দেশনা
সমাবেশে তারেক রহমান ছাত্রসমাজের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন। জাতীয় স্বার্থ, শিক্ষার ধারাবাহিকতা রক্ষা এবং বিভ্রান্তি থেকে ছাত্রদের দূরে রাখার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
ছয় দফা নির্দেশনায় সুশৃঙ্খল সমাবেশের পরিকল্পনা
সমাবেশ শৃঙ্খলিত রাখতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব ছয় দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে—
- কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড ব্যবহার নিষিদ্ধ।
- ইউনিটভিত্তিক উপস্থিতি নিশ্চিত করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত।
- জরুরি পরিবহন চলাচলে সহায়তা করতে হবে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
- ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিষিদ্ধ।
- সমাবেশ শেষে স্থান পরিষ্কার করতে হবে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দেশ গঠনে ছাত্রসমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে। ভোটাধিকারের দাবিকে গণআন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
চট্টগ্রাম থেকে ট্রেনযোগে অংশগ্রহণ
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রায় আড়াই হাজার কর্মী সমাবেশে অংশ নেবেন। এজন্য বাস ছাড়াও একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়েকে ১০ লাখ টাকা ভাড়া প্রদান করে ট্রেনটি বরাদ্দ নেওয়া হয়, যা নেতাকর্মীরা স্বেচ্ছায় ও বড় ভাইদের সহায়তায় সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম।