
বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আটক করে সামরিক হেফাজতে নেওয়া হয়।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে একটি আনুষ্ঠানিক তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে অভিযোগের আংশিক সত্যতা উদঘাটিত হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রাপ্ত প্রমাণ অনুযায়ী সেনাবাহিনীর আইন ও বিধির ভিত্তিতে প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
সামরিক সদস্যের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও একটি পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। বিষয়টি সামরিক কমান্ড দায়িত্বের (Command Responsibility) আওতায় পর্যালোচনা করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনী এক অরাজনৈতিক ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। বাহিনীর মধ্যে কোনো সদস্য রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই পুনর্ব্যক্ত করেছে সেনাবাহিনী।