
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়ায় আজ ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। ভোর ৩টা ৩০ মিনিটের দিকে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করেন।
অভিযান চলাকালে সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে, ফলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গুরুত্বপূর্ণ সামগ্রীগুলোর মধ্যে রয়েছে:
- ১টি সাবমেশিনগান (SMG)
- ৩টি দেশীয় বন্দুক
- ১টি এলজি
- ৭ রাউন্ড গুলি
- ২৫টি খালি খোসা
- ৪টি ওয়াকিটকি ও চার্জার
- ১টি মটোরোলা সেট
- ৩টি পেন ড্রাইভ
- ইউপিডিএফ পতাকা ও আর্ম ব্যান্ড
- স্পাই ক্যামেরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস
- ১২টি বই
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।