
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো আজ উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।
প্রায় ১৪৪ একর বনভূমিকে আগে থেকেই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪৪টি পরিবার সেখানে ১৫৫টি স্থায়ী ও অস্থায়ী ঘরবাড়ি নির্মাণ করে।
আজকের উচ্ছেদ অভিযানের ফলে পুরো বনাঞ্চল অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।
এ অভিযানে অংশ নেয় রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ, রাজউক ও বন বিভাগের সদস্যরা।