পূর্বাচলের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত ১৪৪ একর এলাকা

পূর্বাচলের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত ১৪৪ একর এলাকা

গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো আজ উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।

প্রায় ১৪৪ একর বনভূমিকে আগে থেকেই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪৪টি পরিবার সেখানে ১৫৫টি স্থায়ী ও অস্থায়ী ঘরবাড়ি নির্মাণ করে।

আজকের উচ্ছেদ অভিযানের ফলে পুরো বনাঞ্চল অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

এ অভিযানে অংশ নেয় রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র‍্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ, রাজউক ও বন বিভাগের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *