
শহরের ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয়ে মানব পাচার, মানব চোরাচালান, অনিরাপদ অভিবাসন এবং বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
পুলিশ কমিশনার তার বক্তব্যে উল্লেখ করেন, মানব পাচার, ভিকটিম সনাক্তকরণ, নিরাপদ অভিবাসন এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ। তিনি বলেন, স্কুল ও কলেজ শিক্ষকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এই অপরাধ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে পারে।
কমিশনার আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ ও নিরীহ মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সন্তানদের বিদেশে পাচার করা হয়। অনেক সময় ভুক্তভোগিরা বুঝতে পারেন তারা পাচারের শিকার হয়েছেন, তখন তারা অসহায়। পাসপোর্ট ছাড়া পাচার হওয়া ব্যক্তিদের উদ্ধার করা কঠিন, তাই সচেতনতার মাধ্যমে এই ধরনের প্রতারণার শিকার হওয়া থেকে শিক্ষার্থীদের রক্ষা করা যায়।
তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাস্টিস এন্ড কেয়ার-এর কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।