
২৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া নাছির উদ্দিন চৌধুরী শেষমেশ গাঁটছড়া বাঁধলেন। ‘শিবির নাছির’ নামে পরিচিত ৬০ বছর বয়সী এই ব্যক্তি সম্প্রতি হাটহাজারীর কুলসুমা বেগমকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
নাছিরের বিরুদ্ধে একসময় অপহরণ, খুন, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি মামলাগুলোর মধ্যে দুটি আগে থেকেই জামিনে থাকলেও সর্বশেষ মামলায় ২০২৩ সালের ১১ আগস্ট জামিন পান এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
কারা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে তিনি কারাভোগ শুরু করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
নাছিরের বোন জানিয়েছেন, বিয়েতে ১৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে, তবে মেয়ের পরিবারের কাছ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি। পরিবারের প্রত্যাশা, এখন নাছির সংসার করে শান্তিপূর্ণ জীবনযাপন করবেন।
আইনি দিক থেকে জানা গেছে, ২০১৭ সালে পুলিশের ওপর হামলার একটি মামলায় পাঁচ বছরের সাজা হয় তাঁর। তবে ২০১৫ সালে পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন হত্যা মামলায় তিনি খালাস পান। অন্যান্য মামলার মধ্যে রয়েছে ২০০১ সালে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি হত্যাকাণ্ডের মামলাও, তাতে তিনি মুক্তি পান।
নাছিরের আইনজীবী জানান, তাঁকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, এ জন্যই তিনি একের পর এক মামলায় খালাস পেয়েছেন।
নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চান নাছির। তিনি বলেন, ব্যবসা করে শান্তিপূর্ণ জীবন যাপন করতে চান।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা দাবি করেছেন, নাছির কখনো সংগঠনের সদস্য ছিলেন না, যদিও লোকমুখে তাঁর সঙ্গে শিবিরের নাম জড়িয়ে আছে।