
সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় বিদেশ থেকে আগত মেডিকেল টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার স্টেট গেস্ট হাউস যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যের এক চিকিৎসক ও নার্সদের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই আন্তর্জাতিক মেডিকেল টিম বর্তমানে ঢাকায় অবস্থান করছে এবং আহতদের জন্য বিশেষ চিকিৎসাসেবা দিচ্ছে।
সাক্ষাৎকালে ড. ইউনূস চিকিৎসকদের দ্রুত সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, “এই দলগুলো শুধু তাদের দক্ষতা নয়, হৃদয় নিয়েও এসেছে। তাদের উপস্থিতি আমাদের মানবতার মূল্য এবং বৈশ্বিক সহযোগিতার গুরুত্বকে আবারও তুলে ধরে।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। পাশাপাশি তিনি সরকারের পক্ষ থেকে মেডিকেল টিমের কার্যক্রম নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।
এই আন্তর্জাতিক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে একযোগে কাজ করছে যাতে গুরুতর আহতদের সময়মতো জরুরি চিকিৎসা ও ট্রমা সেবা নিশ্চিত করা যায়। আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান, বিদেশি চিকিৎসকদের দ্রুত সাড়া দেওয়ার কারণেই অনেক প্রাণ রক্ষা পেয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন। তিনি বলেন, “আবারও প্রমাণ হলো, চিকিৎসার কোনো সীমানা নেই।”
সাক্ষাৎকালে সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৩ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।