
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের অন্যান্য সকল কমিটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত। রবিবার সন্ধ্যা ৬টায় শাহবাগে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে রিফাত বলেন, “সংগঠনের জরুরি অর্গানোগ্রামিক বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে—এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটির বাইরে থাকা সকল ইউনিট স্থগিত থাকবে। সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও কার্যক্রম পরবর্তীতে আলোচনা করে জানানো হবে।”
প্রসঙ্গত, গত ২৫ জুন গঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব। ওইদিন অনুষ্ঠিত প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে রশিদুল ইসলাম (রিফাত রশীদ) সভাপতি ও মো. ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও, মুঈনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং সিনথিয়া জাহীন আয়েশা মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।
এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে। ভোট গ্রহণ শেষে সেদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।