চামুরখান কবরস্থানের উদ্বোধন, ডিএনসিসির উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে নতুন ওয়ার্ডসমূহ

চামুরখান কবরস্থানের উদ্বোধন, ডিএনসিসির উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে নতুন ওয়ার্ডসমূহ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান এলাকায় নির্মিত গণকবরস্থান উদ্বোধন করা হয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই কবরস্থানের উদ্বোধন করেন।

২০১৬ সালে ডিএনসিসির অধীনে নতুন অঞ্চল অন্তর্ভুক্তির পর ওইসব এলাকায় কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কবরস্থানের অভাব ছিল। এ ঘাটতি পূরণে চামুরখানে একটি আধুনিক কবরস্থান গড়ে তোলা হয়।

প্রায় ৬৪ শতক জমিতে নির্মিত এই কবরস্থানের উন্নয়নে খরচ হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার টাকা। সংস্কারের পর এখানে মোট ৪৮৪টি কবর দেয়ার ব্যবস্থা রয়েছে এবং এটি আজ থেকে মুসলিম নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “উত্তরখান, দক্ষিণখানসহ নবগঠিত ১৮টি ওয়ার্ডের উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এসব এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে নতুন বাজেটে অগ্রাধিকার দেয়া হচ্ছে।”

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মুজিবর রহমান। তিনি চামুরখান এলাকার সড়ক ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নের দাবি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো: মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

পরবর্তীতে প্রশাসক মোহাম্মদ এজাজ সুতিভোলা ও সেনতি খালের পরিচ্ছন্নতা এবং খনন কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *