“ভবিষ্যতের ঢাকা রক্ষায় ড্যাপ বাতিল জরুরি” —দাবি স্থপতি ইনস্টিটিউটের

“ভবিষ্যতের ঢাকা রক্ষায় ড্যাপ বাতিল জরুরি” —দাবি স্থপতি ইনস্টিটিউটের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সংগঠনটি জানিয়েছে, ঢাকাকে বাঁচাতে হলে বর্তমান ড্যাপ (২০২২–২০৩৫) অবিলম্বে বাতিল করে একটি নতুন, জনবান্ধব ও পরিবেশবান্ধব পরিকল্পনা প্রণয়ন জরুরি।

রোববার সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘জনবৈরী ড্যাপ, বৈষম্যপূর্ণ পরিকল্পনা: নিম্ন নাগরিক বাসযোগ্যতা ও বিপন্ন পরিবেশ’ শীর্ষক ওই অনুষ্ঠানে ড্যাপের অন্তত ১২টি আইনি ও তথ্যগত ত্রুটি তুলে ধরেন স্থপতিরা।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ, সহসভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) খান মোহাম্মদ মাহফুজুল হক, সহসভাপতি (জাতীয় বিষয়াদি) নওয়াজীশ মাহবুব এবং সম্পাদক (পেশা) স্থপতি ওয়াহিদ আসিফসহ অন্যরা।

চার দফা মূল দাবি:

  1. ড্যাপ (২০২২–২০৩৫) বাতিল করে জনবান্ধব নতুন পরিকল্পনা প্রণয়ন।
  2. রাজউক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আইনের বাস্তবায়নে ডিজিটাল ও সহজলভ্য ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি।
  3. দুর্যোগ সহনীয়, হালনাগাদ, অংশগ্রহণমূলক এবং মৌজাভিত্তিক ড্যাপ তৈরি ও প্রতি পাঁচ বছরে পর্যালোচনা।
  4. ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ নিয়ে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, বৈষম্যহীন ও পরিবেশবান্ধব তিনধাপভিত্তিক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন, যেখানে সরকারের জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিশ্রুতি সংযুক্ত থাকবে।

স্থপতিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাঁরা রাজউকের বিভিন্ন দফতরে গিয়ে ড্যাপের সমস্যাগুলোর সমাধান চেয়েছেন, কিন্তু কোনো প্রতিফলন ঘটেনি। জনগণের পক্ষে আজ তাঁরা কথা বলতে এসেছেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

সংগঠনটি আরও জানায়, ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে, ভবিষ্যতের জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা অপরিহার্য। সচেতন ও ঐক্যবদ্ধ জনগণের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *