৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে শুরু টি-২০ এশিয়া কাপ, অংশ নিচ্ছে ৮ দেশ

৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে শুরু টি-২০ এশিয়া কাপ, অংশ নিচ্ছে ৮ দেশ

চলমান ভারত পাকিস্তানের উত্তেজনা এবং পূর্বের সংঘর্ষের প্রেক্ষাপটে টুর্নামেন্টের আয়োজক দেশ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটিয়ে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়েছে যে, আসন্ন ২০২৫ সালের টি-২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্ট।

এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট আটটি দল: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং, ওমান এবং ম্যাচের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এসিসি’র প্রেসিডেন্ট মহসীন নাকভির নেতৃত্বে আয়োজিত এশিয়া কাপ এবছর টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো এই আসরকে প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে দেখছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে টুর্নামেন্ট ভেন্যু নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। চার দিনব্যাপী সেই সঙ্কটের পরিপ্রেক্ষিতে অবশেষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমিরাতকেই চূড়ান্ত করা হয়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *