বিএনপির বিরুদ্ধে নই, তবে সন্ত্রাসের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির বিরুদ্ধে নই, তবে সন্ত্রাসের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে চাঁদাবাজি, সিন্ডিকেট ও সন্ত্রাসবাদের রাজনীতির কোনো স্থান নেই—এই বার্তা নিয়েই পদযাত্রা এবং সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির জুলাই মাসের পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “আমরা বিএনপির বিরোধিতা করি না। আমরা খালেদা জিয়া, তারেক রহমান কিংবা জিয়াউর রহমানের বিরোধীও নই। তবে আমরা স্পষ্টভাবে বলছি—বাংলাদেশে চাঁদাবাজ, সিন্ডিকেট আর সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। আমরা জনগণের রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি।”

প্রবাসীদের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্ত ঝরিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছে। সেই রক্তের মূল্য দিতে হবে। সরকার প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগ নিলেও এখনো আশানুরূপ অগ্রগতি নেই। এই পবিত্র ভূমি থেকে সরকারের প্রতি আমাদের আহ্বান—প্রবাসীদের ভোটাধিকার দ্রুত নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে যারা আগামী দিনে সহযোদ্ধা হতে চান, তাদের একটি শর্ত মানতেই হবে—বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস বা সিন্ডিকেট রাজনীতি করা যাবে না। শুধুমাত্র জনগণের স্বার্থে কাজ করলেই আমাদের পাশে থাকার সুযোগ থাকবে।”

সমাবেশটি পরিচালনা করেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে আরও বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *