উত্তরায় অনিরাপদ স্থানে মাইলস্টোন স্কুল: পরিকল্পনাবিদদের উদ্বেগ

উত্তরায় অনিরাপদ স্থানে মাইলস্টোন স্কুল: পরিকল্পনাবিদদের উদ্বেগ

উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কারিগরিভাবে বৈধ হলেও এর অবস্থান জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ—এমনটি মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

২৫ জুলাই, শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, অ্যাপ্রোচ এরিয়ায় ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত স্থাপনার অনুমতি থাকলেও, সেখানে কী ধরনের স্থাপনা হবে—তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর।

পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, “এমন এলাকা থেকে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা সরিয়ে নিতে হবে। তা না হলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা এড়ানো যাবে না।”

বিআইপির প্রতিবেদন মতে, অ্যাপ্রোচ এরিয়ায় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সরকারের নগর কর্তৃপক্ষ ও বিমান চলাচল কর্তৃপক্ষের মাঝে সমন্বয়ের অভাব রয়েছে। যদিও উচ্চতা সীমাবদ্ধতায় কিছু নিয়ম আছে, তবে ভূমির ব্যবহার বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই।

পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম জানান, “রাজউকের ড্যাপে উচ্চতার কথা থাকলেও, ভূমি কী কাজে ব্যবহার হবে তা বলা হয়নি। এসব স্থানে জমায়েত হয় এমন স্থাপনা হওয়া অনুচিত। বরং কৃষিজমি বা সবুজ এলাকা করা যেতে পারে, তবে এমন কিছু করা যাবে না যাতে পাখি আসে এবং বিমান উড্ডয়নে বিঘ্ন ঘটে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:
বিআইপির সহ-সভাপতি শাহরিয়ার আমিন, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, কোষাধ্যক্ষ ড. মোসলেহ উদ্দীন হাসান, এবং বোর্ড সদস্য আবু নাঈম সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *