সরকার পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ নুরুল হক নুরের

সরকার পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ ভিপি নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকার একটি বিশেষ দলকে প্রভাবিত করে পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকার সক্রিয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে, যা কেবল গণঅধিকার পরিষদ নয়, দেশের অনেক রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকের মতামত।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন তিনি।

ভিপি নুর বলেন, “আমরা বহুবার সরকারকে সতর্ক করেছি। তারা যদি নিরপেক্ষ আচরণ করতে না পারে, তাহলে ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখা দিতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলকেন্দ্রিক ঘটনার সুযোগে ঢাকার রাজপথে কিছু গোষ্ঠী অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চালিয়েছে। কিছু ছাত্রকে উসকে দিয়ে সচিবালয়ে পাঠানো হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। এ ঘটনা সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই সামনে এনেছে। সচিবালয়ের মতো সংবেদনশীল স্থান যেখানে সুরক্ষিত নয়, সেখানে এই সরকার কীভাবে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সমাবেশে কুমিল্লার পাঁচটি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ভিপি নুর।

তিনি বলেন, “ফ্যাসিবাদের যুগে গণঅধিকার পরিষদের রাজনীতির হাল ধরা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। যারা আমাদের সঙ্গে এই সংগ্রামে ছিল, তারা বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করবে। গত ৫০ বছর ধরে যে দখলদার, চাঁদাবাজ ও পেশিশক্তিনির্ভর রাজনীতি চলে আসছে, তার অবসান ঘটাতে হবে।”

ভিপি নুর আরও বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই এই গণঅধিকার পরিষদ পথ চলা শুরু করে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও ছাত্র-যুবকদের মিলিত আন্দোলনে হাসিনামুক্ত বাংলাদেশ গড়ে উঠেছে। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিতে না পারে, সেজন্য তরুণ প্রজন্মকে নেতৃত্বে আসতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফয়জুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা রাশেদ খান, ফারুক হাসান, হাসান আল মামুন, রাশেদুল হক রিয়াদ, নাজমুল হাসানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *