গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে জর্ডান ও আমিরাত

গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে জর্ডান ও আমিরাত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবার আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ করতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ সালেও এ ধরনের মানবিক উদ্যোগ নিয়েছিল দেশ দুটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েল শিগগিরই এই দুই দেশকে গাজায় ত্রাণ পাঠাতে বিমান ব্যবহারের অনুমতি দেবে। ইতোমধ্যেই এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আজই জর্ডানের একটি বিমান গাজায় ত্রাণ ফেলতে পারে।

উল্লেখযোগ্য যে, গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান, মিসর ও ফ্রান্সের সহযোগিতায় গাজায় কয়েক হাজার ত্রাণপ্যাকেট আকাশপথে ফেলেছিল। তবে সেই সময় দুর্ঘটনাও ঘটেছিল—মার্চ মাসে প্যারাস্যুটে আসা ত্রাণ মাথায় পড়ে পাঁচ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়।

ত্রাণপত্রগুলো সাধারণত সমুদ্রতীর বা ফাঁকা জায়গায় ফেলা হয়। কিন্তু মাঝেমধ্যে বাতাসের গতি বদলে দিয়ে সেগুলো জনবহুল এলাকায় চলে আসে, যার ফলে হতাহতের ঝুঁকি থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *