
টাঙ্গাইল জেলা কার্যালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ই-লার্নিং এন্ড আর্নিং প্রকল্পে প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক অভিযান পরিচালনা করেছে।
দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে নামে। অভিযানের সময় তারা প্রকল্প সংশ্লিষ্ট কোর্স ইন্সট্রাক্টর, কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। উপস্থিত কর্মকর্তারা জানান, সকল খরচের বিল ও ভাউচার প্রধান কার্যালয়ে পাঠানোর পর প্রতি চার-পাঁচ দিন পর অনুমোদিত অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে কো-অর্ডিনেটরের কাছে পাঠানো হয়।
তদন্তের প্রাথমিক পর্যায়ে অনলাইন ক্লাসের জন্য প্রশিক্ষণার্থীদের অর্থ বিতরণে অনিয়মসহ আরও বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে বিশ্লেষণ করছে এবং শিগগিরই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।