
বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি ঘোষিত ও পরে বাতিল করা নারীকর্মীদের জন্য পোশাকসংক্রান্ত নীতিমালার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটি নীতিমালাটিকে নারীবিদ্বেষমূলক উল্লেখ করে সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এই অবস্থান তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে নারীর পোশাক নিয়ে নির্দেশনা জারি করা শুধু অযৌক্তিক নয়, বরং তা নারীর পেশাগত স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। তারা মনে করেন, এমন সিদ্ধান্ত দেশের কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যেরই প্রতিফলন।
ফোরাম নেতৃবৃন্দ আরও বলেন, কর্মক্ষেত্রে নারীদের ওপর নজরদারি, সহিংসতা ও কূপমণ্ডূক মানসিকতার কারণে এ ধরনের নীতিমালা জন্ম নিচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নারীর নিরাপদ কর্মপরিবেশকে বাধাগ্রস্ত করার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
তারা প্রশ্ন তোলেন, একজন পেশাদার কর্মী কী পরবে, তা ঠিক করে দেওয়ার অধিকার কোনও প্রতিষ্ঠানের নেই। তারা মনে করেন, পোশাক নিয়ে নির্দেশনা একটি প্রগতিশীল রাষ্ট্রে নারীর স্বাধীনতা ও সম্মানকে খাটো করে।
ফোরাম দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় এবং নারী সমাজকে এসব বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।