
জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারী ও কর্মকর্তাদের জন্য নতুন একটি পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। আগামী ছয় মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে কমিশনের।

নতুন এই কমিশন কর্মচারীদের বেতন কাঠামোর উন্নয়ন, দ্রব্যমূল্যের সামঞ্জস্য, এবং মেধাবী জনবল ধরে রাখতে যুগোপযোগী সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।