
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের মামলায় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. পারভেজ (২৬)
২. মো. জহিরুল ইসলাম (৩৮)
বুধবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোতয়ালী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এর আগে, গত ৯ জুলাই ২০২৫ তারিখে বিকেল আনুমানিক ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ইতিপূর্বে পুলিশ ও র্যাব নয়জন আসামিকে গ্রেফতার করে। আজকের গ্রেফতারের মধ্য দিয়ে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
কোতয়ালী থানা সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Lucky Star и 1WIN дают бонусы на Лаки Джет — не упусти шанс!
Микрокредиты КЗ — проверенные компании 2025