জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জামালপুর জেলার মেলান্দহ থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার এবং এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। সোমবার গভীর রাতে মেলান্দহ উপজেলার মানকী বাজার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ এহসানুল হকের নেতৃত্বে একটি ডিবি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় একটি কৃষিজমির পাশে গাঁজা বিক্রির সময় এক নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত নারী মোছাঃ সুজেদা (৩৮), পিতা-মোঃ বেলাল, রায়ের বাকাই, ফুলকোচা, মেলান্দহ, জামালপুর এলাকার বাসিন্দা।

অভিযানের সময় সুজেদার স্বামী মোঃ বেলাল ও দেবর মোঃ দুলাল পালিয়ে যায়। অভিযানস্থল থেকে স্কচটেপ মোড়ানো ২৮টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ৭৪ কেজি এবং বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ২০ হাজার টাকা। স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে এসব গাঁজা ডিজিটাল স্কেলে মেপে জব্দ করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব বলেন, “মাদকবিরোধী অভিযানে আমরা সর্বদা সক্রিয়। জামালপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক অভিশাপ। জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। কারও অবস্থান বা প্রভাব বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *