সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন চূড়ান্ত, মাঠ ঘুরে দেখলেন জামায়াত নেতারা

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন চূড়ান্ত, মাঠ ঘুরে দেখলেন জামায়াত নেতারা

১৮ জুলাই শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। আগামীকালের জাতীয় সমাবেশ উপলক্ষে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি উদ্যানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, জাতীয় সমাবেশের আয়োজনের জন্য উদ্যান পুরোপুরি প্রস্তুত রয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের সমাবেশ সফল হয়। দেশবাসীর কাছেও দোয়ার অনুরোধ জানাই।”

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মাধ্যমেই আমাদের বার্তা শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে যাবে। অতীতের মতো এবারও আপনাদের সহযোগিতা কামনা করছি।”

অন্যদিকে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন এবং একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের আহ্বান জানাবেন।

তিনি আরও জানান, ঢাকা ও বাইরের অঞ্চল থেকে লাখো মানুষের আগমন প্রত্যাশিত হওয়ায় রাজধানীতে যানজট সৃষ্টি হতে পারে। এজন্য জনগণের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *