“নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেওয়া হবে না”—নাহিদ ইসলামের হুঁশিয়ারি

“নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেওয়া হবে না”—নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে আয়োজিত এক পথসভায় বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ যেভাবে আন্দোলনে সাড়া দিয়েছে, তা আমাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। শুক্রবার বিকেলে চাষাড়া মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নারায়ণগঞ্জ বহু বছর ধরেই পরিবারভিত্তিক রাজনীতি, মাফিয়া নিয়ন্ত্রণ এবং গডফাদার সংস্কৃতির হাতে বন্দি। একই পরিবারের কর্তৃত্বে রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা আবদ্ধ হয়ে আছে। তিনি বলেন, “এই দমনমূলক ব্যবস্থার অবসান ঘটাতেই আমাদের আন্দোলন। আমরা আর সেই পুরনো খেলার অংশ হব না।”

তিনি আরও দাবি করেন, গতরাতে পদযাত্রার তোরণে আগুন লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। “কিন্তু আমাদের লক্ষ্য স্পষ্ট—গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। হুমকি-ধামকি দিয়ে আমাদের থামানো যাবে না,” বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ নারায়ণগঞ্জে খুন-সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শহীদ পরিবারগুলোকে হুমকি দেওয়া হচ্ছে, মামলার বাদীদের নিরাপত্তাহীনতায় রাখা হচ্ছে, এমনকি আমাদের নারী কর্মীদের বাসায় গিয়েও ভয় দেখানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “একসময় এই শহর ছিল শ্রমিক-নির্ভর শিল্পাঞ্চল। কিন্তু এখন চাঁদাবাজি ও দখলদারির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকতে পারছে না। অথচ সেই দখলদারদেরই সরকারি প্রটেকশন দেওয়া হচ্ছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া—সবখানে জনগণ রাজপথে নেমে পড়েছিল। সেই প্রতিরোধ আন্দোলন ঢাকার দিকেও ছড়িয়ে পড়ে। তাঁর ভাষায়, “এই শহরের নাম ইতিহাসে লেখা থাকবে।”

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই যুদ্ধ চলবে যতদিন না পরিবারতন্ত্র ও মাফিয়াতন্ত্রের অবসান হয়। নারায়ণগঞ্জ কারও বর্গা নয়—এটি এখানকার জনগণের সম্পদ, ভবিষ্যৎও তারাই ঠিক করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *