
সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ময়না হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল ১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিহত ময়নার বাড়িতে যান এবং তাঁর মা লিপি বেগম ও বাবা রাজ্জাক মিয়ার সঙ্গে কথা বলেন।
ব্যারিস্টার রুমিন নিহতের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে আশ্বস্ত করেন যে, তিনি নিজ অবস্থান থেকে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি জানান, এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কথা বলবেন।