আব্দুর রহমান সাদিপ:

চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর জেলা শাখা।
১৭ জুলাই দুপুরে হাজীগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ফুল ও উৎসাহমূলক উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, তাদের নৈতিকতা, চরিত্র ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। তারা যেন সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক ও চারিত্রিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন এবং ইসলামি আদর্শে গড়ে ওঠা প্রজন্ম তৈরির আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।