মনতলায় অবৈধভাবে পাখি বিক্রির দায়ে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

মনতলায় অবৈধভাবে পাখি বিক্রির দায়ে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা স্টেশন বাজার এলাকায় অবৈধভাবে দেশীয় পাখি আটকের অভিযোগে বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় তিলা ঘুঘু, শালিক, বুলবুলি ও ডাহুক প্রজাতির পাখি বিক্রির দায়ে মোঃ মালু মিয়া (পিতা: মৃত সোনাই মিয়া, গ্রাম: মেরাশানী, মাধবপুর) কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধার করা পাখিগুলো পরবর্তীতে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অভিযানে মনতলা পুলিশ ফাঁড়ির একটি দল এবং ফরেস্ট অফিস, জগদীশপুরের কর্মকর্তারা উপস্থিত থেকে সহায়তা করেন।

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *