আন্দোলনে শহীদ সাঈদকে স্মরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের

আন্দোলনে শহীদ সাঈদকে স্মরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের

চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদের কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। কবরে পুষ্পার্ঘ্য অর্পণের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব।

এই সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, তাইজুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এরপর বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকায় ছাত্রদলের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখবেন রকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশটি অনুষ্ঠিত হবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার সাহসী আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয় শোক দিবস হিসেবেও পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *